রমার দুই অর্জন

3 months ago 60

শারমিন রমা একাধারে একজন সংগীতশিল্পী এবং একজন সাংবাদিক। দুই জায়গাতেই সফল এই তারকা সম্প্রতি ভূষিত হলেন দুই সম্মানজনক পুরষ্কারে। গণমাধ্যমে অবদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

সেইসঙ্গে ২০২৩ সালে প্রকাশিত তার একক গান ‘উরু উরু মন’- এর জন্য শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পেয়েছেন ‘চ‍্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪’।

নিজের এই অর্জন সম্পর্কে বলতে গিয়ে রমা বললেন, ‘একই সাথে সাংবাদিকতা ও সংগীতের মতো দু’টি কঠিন জগতে তাল মিলিয়ে চলাটা কঠিন। কিন্তু এই দুটো জায়গাই আমার ভালোবাসার। এই দুই ক্ষেত্রেই আমি আমার নীতিগত জায়গা থেকে সর্বোচ্চ ভালোটুকু দেবার চেষ্টা করেছি।

আমার এই দুই অর্জনের ভাগিদার আমি একা নই। আমার সাংবাদিকতার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত আমার পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন ও আমার গানের সকল সম্মানিত শ্রোতা এবং আমার গানগুলোর গীতিকার, সুরকারসহ সংগীতের সকল গুরু ,সহকর্মী - সবাই এই অর্জনের ভাগীদার। সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ‘মাইলস’- এর সদস্য, স্বনামধন্য সংগীত পরিচালক ও প্রখ্যাত কীবোর্ড বাদক মানাম আহমেদের স্ত্রী রমা। নিয়মিতই গান করে যাচ্ছেন তিনি। ডিস্কোগ্রাফিতে রয়েছে দু’টি একক অ্যালবামসহ আরও কিছু মিক্সড অ্যালবাম। ৫০টির মতো সিনেমাতেও গান গেয়েছেন রমা।

বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছেন রমা। তার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো বাংলাদেশ ট্রেন্ডিং ও বিবিসি প্রবাহ নিয়মিতভাবে চ‍্যানেল আই’তে প্রচার হচ্ছে।

এলআইএ/এমএফএ

Read Entire Article