রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রহমতুন্নেছা হলে ভিপি পদে জয় পেয়েছে শিবির। এছাড়া জিএস পদে শিবির পরাজিয় হয়েছে। তবে এই হলের শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাও পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাকসু রাকসু নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
এই হলে ছাত্রদল সমর্থিত এজিএস পদে জাহিন বিশ্বাস এষা পেয়েছে ২৮৯ ভোট, অন্যদিকে শিবির সমর্থিত সালমান সাব্বির ৩৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ভোট। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন মাত্র ১৮৬ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৫৮৯ ভোট। শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।
আরএএস/এনএইচআর