রাইহান উদ্দিনের কবিতা: কোরবানি

3 months ago 55

কোরবানি মানে নয়তো শুধু
পশু জবাই করা,
কোরবানি মানে ত্যাগের মহিমায়
জীবনটাকে গড়া।

কোরবানি মানে ত্যাগ করা
নিজের স্বার্থটাকে,
কোরবানি মানে নিজেকে বিলানো
মহান প্রভুর ডাকে।

কোরবানি মানে ঝেড়ে ফেলা
মনের সব অহংকার,
কোরবানি মানে আত্মশুদ্ধির
অনন্য এক হাতিয়ার।

কোরবানি মানে গোশত খাওয়ার
নয়তো নিছক আয়োজন,
কোরবানি মানে ত্যাগের শিক্ষায়
গড়তে হবে ভুবন।

কবি: শিক্ষার্থী, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী।

এসইউ/এমএস

Read Entire Article