রাউজানে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

6 hours ago 8

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন টিটু (২৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির চৌধরী হাটে এ ঘটনা ঘটে।

কমর উদ্দিন টিটু রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। টিটু হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের সমর্থক। জামালের দাবি প্রতিপক্ষে লোকজন যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন টিটুর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার সাংবাদিকদের বলেন, আমাদের দলীয় কর্মীকে বেধড়ক পিটানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিটুকে ছুরিকাঘাত পরবর্তী মাথায় আঘাত করায় মৃত্যু হয় বলে দাবি করা হয়। 

অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য ও হলদিয়া ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন জীবন সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আজ আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম। যে ছেলেটি মারা গেছে সে নেশা করতো। শুনেছি আগের রাতে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।

এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, দলীয় পোস্টারকে কেন্দ্র করে দু পক্ষের মধ্য মারামারি বিষয়টি শুনেছি। এতে হামলায় তিনি আহতলে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার কথা তিনি শুনেছে। তবে নিহত হওয়ার বিষয়ে এখনো কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article