রাগে ক্ষোভে ব্রাজিলের খেলাই দেখবেন না রোনালদিনহো

3 months ago 34

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের পয়েন্ট টেবিলেও শোচনীয় অবস্থা। কোচ পাল্টিয়েও ভাগ্য বদলাচ্ছে না সেলেসাওদের।

ব্রাজিলের খেলায় নেই আগের মত ধার। চিরাচরিত জোগো বোনিতো খেলা এখন আর সেই ব্রাজিল দলে দেখা যায় না। তাইতো রাগে ক্ষোভে কোপা আমেরিকাতে ব্রাজিলের কোন খেলাই দেখবেন না ব্রাজিল ফুটবলের কিংবদন্তী ও ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন রোনালদিনহো।

যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। মেক্সিকোর সঙ্গে শেষ সময়ের গোলে জিতলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে তারা।

রোনালদিনহো এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ব্রাজিলের কোন খেলাই দেখবো না। বর্তমান ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত। তাদের মধ্যে জেদ নেই, প্যাশন নেই, ভালো খেলার ইচ্ছাও নেই।’

কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে তারা। যেখানে ৫টি জয়ের বিপরীতে হেরেছেও ৫টিতে। ড্র করেছে ৩টি ম্যাচ।

আরআর/আইএইচএস

Read Entire Article