রাঙামাটিতে আগুনে পুড়ল ৫ বসতঘর

2 months ago 25


রাঙামাটি শহরে আগুনে পুড়ল ৫ বসতঘর। রোববার (১ ডিসেম্বর) রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।


রাঙামাটির ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটন, পুলিশ, সেনাবাহিনী ও রেড় ক্রিসেন্ট ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের ঘরগুলো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আগুন সংবাদ পাওয়ার সাথে সাথে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়ার ঘরগুলোর দুটিতে মালিক বসবাস করতেন। বাকিগুলো ভাড়া দেওয়া ছিল। বাড়ির মালিক আক্তার হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

Read Entire Article