রাঙামাটির মানিকছড়ি এলাকায় বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
যাত্রীরা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলাম। এমন সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এতে অনেকে আহত হয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।