রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ
মাত্র আড়াই মাসে রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ হয়েছে। ছাড়িয়েছে রাজস্ব আয়ের রেকর্ড। বৃদ্ধি পেয়েছে সব ধরনের মাছের উৎপাদন। গত ১ সেপ্টম্বর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার পর বৃদ্ধি পায় উৎপাদন। মাত্র আড়াই মাসে রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ হয়েছে ৪ হাজার ৫০০ মেট্রিকটন। এতে রাজস্ব আদায় হয় প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা। যা গেলো বছরের তুলনায় দ্বিগুণ। রাঙামাটি বিএফডিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র রাঙামাটির কাপ্তাই হ্রদ। যা দেশের মিঠা পানির মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত। এ হ্রদ থেকে আহরিত মাছ রফতানি করা হয় চট্টগ্রাম-ঢাকাসহ