রাঙামাটির সীমান্তে বিজিবির কড়া নজরদারি

2 months ago 21

রাঙামাটি জেলায় সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত দিয়ে পুশ-ইন ঠেকাতে কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাঙামাটি জেলার লংগদু রাজনগর বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান। 

তিনি বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান বলেন, এ ছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করতে পারে সেজন্য বিজিবি সদস্যরা তারা তাদের ছুটির চিন্তা না করে, সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াত ইত্যাদির নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর আছে এবং থাকবে।

বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।

Read Entire Article