রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

1 month ago 28

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইকবাল চৌধুরী ওরফে বাটি ইকবাল (৩৫) নামে একাধিক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাতে রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইকবাল রাঙ্গুনিয়া থানাধীন লালানগর ইউনিয়নের নূর মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি বলেন, ২০১৯ সালের এক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইকবাল। মামলায় গ্রেফতার এড়াতে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন ইকবাল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার ইকবালকে রোববার সকালে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

Read Entire Article