রাজধানীতে অভিযান চালিয়ে ১২৬০ কেজি পলিথিন জব্দ

1 month ago 22

রাজধানী সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে গত ১ নভেম্বর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর (শনিবার) থেকে আজ পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা সদরঘাট সংলগ্ন এলাকায় ২টি বোট তল্লাশি করে প্রায় ১২৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মো. সিয়াম-উল-হক বলেন, পরে জব্দ নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি টিটু বড়ুয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের নিকট হস্তান্তর করা হয়।

Read Entire Article