রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

3 months ago 11

রাজধানীর যাত্রাবাড়ী থানার আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোছা. জহুরা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. নাসির বলেন, আমার স্ত্রী রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হয়ে বাসায় আসার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়।বর্তমানে যাত্রাবাড়ীর করাটি তলা এলাকার ৪৮/১ নম্বর ভাড়া বাসায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

Read Entire Article