রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, কারণ জানাল কর্তৃপক্ষ

বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপের ভেতরে পানি ঢুকে পড়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ চরম জটিলতায় পড়েছে। এর ফলে ঢাকা শহরে গ্যাস সরবরাহ কমে গেছে এবং স্বল্পচাপের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়। তিতাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে লাইনটি মেরামত করা হলেও মেরামতকালে পাইপলাইনে পানি ঢুকে পড়ে। এর প্রভাবেই ঢাকাজুড়ে গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে গিয়ে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। প্রসঙ্গগত, কিছুদিন আগে একটি জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়। এতে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, কারণ জানাল কর্তৃপক্ষ

বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপের ভেতরে পানি ঢুকে পড়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ চরম জটিলতায় পড়েছে। এর ফলে ঢাকা শহরে গ্যাস সরবরাহ কমে গেছে এবং স্বল্পচাপের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়। তিতাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে লাইনটি মেরামত করা হলেও মেরামতকালে পাইপলাইনে পানি ঢুকে পড়ে। এর প্রভাবেই ঢাকাজুড়ে গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে গিয়ে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।

গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গগত, কিছুদিন আগে একটি জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়। এতে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের লাইনের লিকেজস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন সম্পন্ন করা হয়।

তবে মেরামতের সেই প্রক্রিয়ায় পানি ঢুকে পড়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow