রাজধানীতে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

2 months ago 21
রাজধানীর দারুসসালামের আহমেদ নগর এলাকায় দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে।  তবে নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। কারা এই পিটুনিতে অংশ নিয়েছিলো সেটিও নিশ্চিত হতে পারেনি স্থানীয় থানা-পুলিশ। হত্যাকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।  তিনি বলেন, ‘ঘটনা সত্য। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, নিহত দুইজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। স্থানীয়দের মধ্যেই একটি গ্রুপ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।  যদিও তাৎক্ষনিকভাবে স্থানীয়দের এই দাবির সত্যতা যাছাই করা সম্ভব হয়নি।
Read Entire Article