রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

14 hours ago 5

রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় দক্ষিণখানের ফায়দাবাদ মধ্যপাড়ার একটি পারিবারিক কবরস্থান থেকে শটগানটি উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানা সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফায়দাবাদ মধ্যপাড়ার মরহুম হাজি হাসেন আলীর পারিবারিক কবরস্থানের দক্ষিণপাশের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে।

এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টায় সেখান থেকে একটি শটগান উদ্ধার করে থানার টহল টিম। উদ্ধার অস্ত্রের গায়ে ইংরেজিতে YL12-1J6  04  04470, MADE IN CHINA  04 10 20 লেখা আছে। 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article