রাজধানীতে বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

4 hours ago 5

রাজধানীর কাফরুলে একটি বাসায় চুরির ঘটনায় করা মামলায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ ঘটনায় জড়িত চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম মুছা জমাদ্দার (৪২)। গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া ৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

কাফরুল থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর দুপুরে কাফরুল থানার পূর্ব কাজীপাড়া ৩৫১/বি নং বাসায় চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসার চম্পা বেগম বাদী হয়ে কাফরুল থানায় একটি চুরির মামলা করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৩১ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, একটি ডায়মন্ডের কানের দুল ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে। চুরি হওয়া অলংকার ও বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

থানা সূত্রে আরও জানা গেছে, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুছা জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৫) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও চুরির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Read Entire Article