রাজধানীতে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ৬

2 weeks ago 10

ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টায় র‌্যাব-১ উত্তরা, ঢাকা-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।

এ সময় ৩০০০  বোতল (১৫৫৮.৮০ লিটার) বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধ মাদক দ্রব্য বিক্রয়লব্ধ তিন লাখ ২০ হাজার দুশ পঁচাত্তর টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীনভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এছাড়াও দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, এজাহারনামীয় আসামি, মলম/অজ্ঞান পার্টি, কিশোর গ্যাং এবং চোরাকারবারিদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

Read Entire Article