রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার শান্তিনিকেতন এলাকায় একটি বাসায় হিমেল দেবনাথ (৩০) নামে বিসিএস প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা ডা. সুরঞ্জিত সরকার মৃদুল বলেন, নিহত হিমেল দেবনাথ (বিসিএস) পরীক্ষার্থী ছিলেন। রাতে শান্তিনিকেতনের বাসায় অচেতন অবস্থায় পড়েছিলেন। আমরা পুলিশকে খবর দিই। পুলিশের সহযোগিতায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মনোহরদী থানায়। বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল শান্তিনিকেতন এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/জিকেএস