রাজধানীতে ভবন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

2 months ago 6

রাজধানীর দক্ষিণ মুগদায় একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি লোকটি চুরির উদ্দেশ্যে একটি বাড়ির চতুর্থ তলায় উঠেছিলেন। পরে সেখান থেকে পা পিছলে প্রথমে দ্বিতীয় তলায় পড়ে যান। এরপর সেখান থেকে নিচে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করেন। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যাবে। তার পরনে ছিল সাদা-লাল চেক লুঙ্গি ও লাল-সাদা ফুল হাতা শার্ট।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস

Read Entire Article