রাজধানীতে মা ও শিশুকে অ্যাসিড ছোড়া ছিনতাইকারী গ্রেপ্তার

1 month ago 15
রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন কামারপাড়া পুরাতন থানা রোড এলাকায় দুই বছরের শিশু ও তার মায়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ নভেম্বর) ময়মনসিংহের চরদুরলভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম নাইম ওরফে বাবু। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।  তিনি জানান, গত ২১ নভেম্বর নিজের শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। এ সময় সাথীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় নাঈম ওরেফে বাবু।  পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা থেকেই অ্যাসিড সংগ্রহ করে নাঈম এই ঘটনা ঘটিয়েছে। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেপ্তার করা হয়।
Read Entire Article