রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

4 hours ago 6

রাজধানীর দক্ষিণ খান ময়নার টেক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মোস্তাকিম (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ফিরোজ আল মামুন জানান, মোস্তাকিম ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। আজ সকালে কাউকে না জানিয়ে সে মোটরবাইক নিয়ে বাসা থেকে বের হয়। পরে ময়নারটেক বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় তার দুই বন্ধু ও মোস্তাকিম আহত হয়।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। বর্তমানে দক্ষিণ খানে পরিবার নিয়ে থাকেন। দুই ভাইয়ের মধ্যে মোস্তাকিম বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জিকেএস

Read Entire Article