রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

2 months ago 9

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাদশা বলেন, আমরা ৯৯৯ খবর পেয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি মোটরসাইকেলের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।

কাজী আলামিন/এমআরএম/জিকেএস

Read Entire Article