রাজধানীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

2 months ago 8

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানি অটোরিকশা চালক ছিলেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুরের পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন নিহতের নাম পেপার সানি।

শফিউল আলম বলেন, মরদেহ পল্লবী থানায় নিয়ে আসা হয়েছে। নিহত সানি অটোরিকশা চালাতেন বলে পরিবার জানিয়েছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা গত রমজান মাসেও সানির ওপর হামলা চালিয়েছিলেন। এ ব্যাপারে থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এলাকার চিহ্নিত মাদক কারবারিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

কেআর/কেএসআর/জিকেএস

Read Entire Article