রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

2 months ago 6

শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব (ঢাকা একুশে) এর উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এই খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

এ সময় তিনি বলেন, একজন লায়ন কোনো আশা-প্রত্যাশা না করেই নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করেন। সর্বদা দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। মূলত স্বেচ্ছায় অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, অসহায়দের পাশে দাঁড়ানো মহৎ গুণ ও হৃদয়বানের পরিচয়। মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

খাবার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ, কেন্দ্রীয় সদস্য আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম খোকন প্রমুখ।

Read Entire Article