রাজধানীতে ৮৩টি গাড়ি ডাম্পিং, ১২৭টিকে রেকার
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ২৮৩টি গাড়ি ডাম্পিং ও ১২৭টি গাড়ি রেকার করা হয়।
রোববার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৫৮টি মামলা ও ১৬১টি গাড়ি ডাম্পিং করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।