রাজনৈতিক কিছু শক্তি তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে

2 months ago 31

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নে কিছু রাজনৈতিক শক্তি বিরোধিতা করছে। তারা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্ত হয়েছে। একটি জনগোষ্ঠী দেশ সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে এসেছিল তারা এখন রাজনীতি সচেতন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নে আমরা দেখছি, রাজনৈতিক কিছু কিছু শক্তি সেগুলো বিরোধিতা করছে। তারা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। গণমাধ্যমে যখন তাদের বক্তব্য গুলো দেখি তখন আমার মনে হয় এই তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। যারা রাজপথে এসে জীবন দিয়েছে তাদেরকে তারুণ্যের শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে এই রাজনৈতিক দলগুলো ধারণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে আমি আশংকা করছি, এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। 

রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ’২৪-কে ধারণ করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ এই ’২৪-এর প্রজন্মই বিনির্মাণ করবে। এই ’২৪-এর প্রজন্মকে প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ক্ষমতায় থাকায় প্রশাসনে ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে। সচিবালয় থেকে কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। আমি দেখেছি, যদি কারো সদিচ্ছা থাকে তাহলে দ্রুত হয়। আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দেই, তার যদি সেখানে সদিচ্ছা থাকে, সেই কাজটা অতি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায়। যদি তার ইচ্ছামতো কাজ না হয় সেই ক্ষেত্রে বিভিন্ন নিয়ম দেখিয়ে আটকানোর চেষ্টা করে।

Read Entire Article