রাজপথ কাপানোর ঘোষণা বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থীর
বগুড়া-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ বলেন, এই নির্বাচন কেবল কোনো ব্যক্তির নির্বাচন নয়, এই নির্বাচন ধানের শীষের। আমাদের প্রবীণ ও নবীনদের সমন্বয়ে কাজ করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনতে হবে এবং তাদের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে দিতে হবে। বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে এবং দলের অভ্যন্তরীণ সকল মান-অভিমান ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সাবেক জিয়া উদ্যানে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল যৌথ কর্মী সমাবেশে এ ঐক্যের ডাক দেওয়া হয়। শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। দেশের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই সংস্কারের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মাধ্যমেই। আমরা সংস্কারের পক্ষে এবং আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে অত্যন্ত বিনয়ের সাথে গোলাম মো. সিরাজ তিনি বলেন, শেরপুর ও ধুনট বিএনপি’
বগুড়া-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ বলেন, এই নির্বাচন কেবল কোনো ব্যক্তির নির্বাচন নয়, এই নির্বাচন ধানের শীষের। আমাদের প্রবীণ ও নবীনদের সমন্বয়ে কাজ করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনতে হবে এবং তাদের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে দিতে হবে।
বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে এবং দলের অভ্যন্তরীণ সকল মান-অভিমান ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সাবেক জিয়া উদ্যানে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল যৌথ কর্মী সমাবেশে এ ঐক্যের ডাক দেওয়া হয়। শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
দেশের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই সংস্কারের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মাধ্যমেই। আমরা সংস্কারের পক্ষে এবং আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে অত্যন্ত বিনয়ের সাথে গোলাম মো. সিরাজ তিনি বলেন, শেরপুর ও ধুনট বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে অতীতে কিছু মন-মালিন্য ছিল, এটা আমি স্বীকার করি। মানুষ মাত্রই ভুল হয়, তাই আমি সেই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। এখন থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে থাকতে চাই। তিনি আরও আশ্বস্ত করেন যে, আগামীতে দলের তারুণ্যের আইকন তারেক রহমানের নির্দেশনায় একটি সুন্দর ও শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে, যেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া হবে।
শেরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, এ্যাড: আমিনুল ইসলাম শাহিন, যুবনেতা আশরাফুদ্দৌলা মামুন, আইয়ুব আলী, তরিকুল ইসলাম সম্রাট, সেচ্ছা সেবক দল নেতা শাহ কাওছার কলিন্স, রাসেল ছাত্র নেতা আহসান হাবীব আরমান সহ শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে জিয়া উদ্যান মুখরিত করে তোলেন। নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে রাজপথে থেকে জনমানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।
What's Your Reaction?