রাজবাড়িতে অস্ত্র-গুলিসহ নারী গ্রেফতার

3 months ago 9

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ সুমি খাতুন (২৫) নামে এক নারী গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জুন) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে সোমবার রাত ৮টার দিকে গ্রেফতার সুমির নিজ বাড়ির বসত ঘরের ভেতর থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতার সুমি রাজবাড়ী শহরের ভাবানীপুরের লালমিয়া সড়কের মীর আব্দুর রাজ্জাকের মেয়ে।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, ডিবির একটি টিম জেলা শহরের ভবানীপুর লালমিয়া সড়কের সুমি খাতুনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুমির বসতঘরের ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুইটি তাজা কাতুজসহ সুমি খাতুনকে গ্রেফতার করা হয়। এসময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেফতারসহ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এমএন/জেআইএম

Read Entire Article