রাজবাড়ীতে অবৈধ অ্যামুনেশন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে রাজবাড়ী জেলা সদর এলাকা থেকে অবৈধ অ্যামুনেশন ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক সমন্বয়ে গঠিত টাস্কফোর্স রাজবাড়ী সদর থানার ৯ নং পৌরসভার ধুঞ্চি গ্রামে অভিযান চালায়।অভিযানে ধুঞ্চি গ্রামের মৃত জুলমত ফকিরের ছেলে মোঃ রমজান মিয়া (৩০)-এর বাসা তল্লাশি করে তাজা পিস্তলের অ্যামুনেশনসহ তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় মাদক কেনার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের শহিদুলের ছেলে মোঃ লিয়ন (২৬), একই গ্রামের নাজমুল হাসানের ছেলে মোঃ শিহাব (২৫) এবং আহমদ আলীর ছেলে মোঃ মেহেদী নূর হাবিব (২৫) কে গ্রেপ্তার করা হয়।অভিযান চলাকালে ২টি তাজা পিস্তলের অ্যামুনেশন, ১টি খালি মদের বোতল, ২টি দেশীয় ধারালো চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। আইনি কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মালামাল এবং গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়

রাজবাড়ীতে অবৈধ অ্যামুনেশন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে রাজবাড়ী জেলা সদর এলাকা থেকে অবৈধ অ্যামুনেশন ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক সমন্বয়ে গঠিত টাস্কফোর্স রাজবাড়ী সদর থানার ৯ নং পৌরসভার ধুঞ্চি গ্রামে অভিযান চালায়।

অভিযানে ধুঞ্চি গ্রামের মৃত জুলমত ফকিরের ছেলে মোঃ রমজান মিয়া (৩০)-এর বাসা তল্লাশি করে তাজা পিস্তলের অ্যামুনেশনসহ তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় মাদক কেনার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের শহিদুলের ছেলে মোঃ লিয়ন (২৬), একই গ্রামের নাজমুল হাসানের ছেলে মোঃ শিহাব (২৫) এবং আহমদ আলীর ছেলে মোঃ মেহেদী নূর হাবিব (২৫) কে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে ২টি তাজা পিস্তলের অ্যামুনেশন, ১টি খালি মদের বোতল, ২টি দেশীয় ধারালো চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। আইনি কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মালামাল এবং গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow