রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ সংলগ্ন এলাকা এবং একই ইউনিয়নের গাবলা গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে লক্ষ্যে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে লিটু খান ও মো. আরিফ খান নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি রিভল বারের গুলি, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার গানের গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, দুটি হকিস্টিক এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিটু খান রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে ও মো. আরিফ খান একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মালামালস

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ সংলগ্ন এলাকা এবং একই ইউনিয়নের গাবলা গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে লক্ষ্যে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লিটু খান ও মো. আরিফ খান নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি রিভল বারের গুলি, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার গানের গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, দুটি হকিস্টিক এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত লিটু খান রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে ও মো. আরিফ খান একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow