রাজবাড়ীতে কবর থেকে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেফতার

8 hours ago 2

রাজবাড়ীর গোয়াল‌ন্দে নুরাল পাগ‌লের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নজরুল ইসলাম নজির (৩৩) না‌মে যুবককে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন। এদিন ভো‌রে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে ডি‌বি ও থানা পুলি‌শের যৌথ অভিযানে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম নজির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়ার আকবর শেখের ছেলে।

জানা যায়, গত ৮ সে‌প্টেম্বর নুরাল পাগ‌লের বাড়ি ও দরবা‌রে হামলা, অগ্নিসং‌যোগ ও কবর থে‌কে মরদেহ পোড়ানোর ঘটনায় অজ্ঞাতপরিচয় সা‌ড়ে ৩৫০০ জন‌কে আসামি ক‌রে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন দরবা‌রের ভক্ত নিহত রা‌সেলের বাবা আজাদ মোল্লা। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

এছাড়া ৫ সেপ্টেম্বর মধ‌্যরা‌তে পু‌লি‌শের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভি‌যো‌গে পৃথক আরেকটি মামলা করে পুলিশ। এতেও ৩৫০০ জনকে আসামি করা হয়। এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হ‌য়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, ‌ভি‌ডিও ফু‌টেজ দে‌খে নুরাল পাগ‌লের ভক্ত রা‌সেল হত‌্যা ও নুরাল পাগ‌লের মরদেহ পোড়া‌নোসহ কয়েকটি অভিযোগে করা মামলায় ভো‌রে ফ‌রিদপ‌ু‌রের নগরকান্দায় ডি‌বি ও থানা পুলিশ অভিযান চা‌লি‌য়ে নুরাল পাগ‌লের মরদেহে তেল ছিটা‌নো ব‌্যা‌ক্তি নজরুল ইসলাম নজিরকে গ্রেফতার ক‌রা হয়।‌ তাকে আদাল‌তে সোপর্দ ক‌রা হয়েছে। এ নি‌য়ে দুই মামলায় মোট ২৪ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব‌্যাহত আছে।

রুবেলুর রহমান/এমএন/জিকেএস

Read Entire Article