রাজবাড়ীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত

2 months ago 10

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ড্রামট্রাক-ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে জেসমিন আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের দক্ষিণ দৌলতদিয়া ইমাম বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর এলাকার জালাল শেখের স্ত্রী।

আহতরা হলেন, জনি সরদার, দুলাল, আবু রেহান ও শানজিদা আক্তার।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, সন্ধ্যায় দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাক চালক জাহিদকে (৩৫) আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এমএন/এমএস

Read Entire Article