রাজবাড়ীতে হাটের ইজার নিয়ে দ্বন্দ্বে ৩ জনকে কুপিয়ে জখম

3 months ago 8

রাজবাড়ীর বা‌লিয়া‌কান্দিতে পূর্ব শত্রুতা ও আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে তিনজন‌কে কুপি‌য়ে জখমের অভিযোগ উঠে‌ছে। রোববার (২৫ মে) দুপু‌রে উপজেলার সোনাপুর বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন, কালুখালীর চরকুল‌টিয়া গ্রামের লুৎফর মণ্ডলের ছেলে কদম (৪০), একই এলাকার মৃত ক‌বির মোল্লার ছেলে আরজু (৪৮) ও হা‌বিল মণ্ডলের ছে‌লে বাচ্চু (৩৮)।

আহতদের ম‌ধ্যে কদম ও আরজুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ও বাচ্চু‌কে ফ‌রিদপু‌র মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে হাটের ইজার নিয়ে দ্বন্দ্বে ৩ জনকে কুপিয়ে জখম

জানা‌ গে‌ছে, কালুখালীর শিমুল ও আরজু গ্রুপ আওয়ামী লীগ সরকা‌রের সমেয় এলাকায় প্রভাব দে‌খি‌য়ে বেড়া‌তেন। কিছুদিন আগে উপ‌জেলা প্রশাসন বা‌লিয়াকান্দির সোনাপুর বাজা‌রের তরমু‌জের হাট ইজারা দি‌তে চাইলে শিমুল নিতে চান। কিন্তু কৌসলে আরজু হাট ইজারা নেন। এ নি‌য়ে শিমুল ও আরজুর ম‌ধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প‌রে গত মা‌সের ২০ এপ্রিল শিমুল তার লোকজন নি‌য়ে হা‌টের টাকা কা‌লেকশন কর‌তে গে‌লে আরজু গ্রুপ তা‌দের মার‌ধর ক‌রে। এ ঘটনার পরে থানায় মামলা হয়। রোববার হঠাৎ শিমুল গ্রু‌পের ২০-২৫ জন দে‌শিয় অস্ত্র নি‌য়ে আরজু গ্রু‌পের ওপর হামলা চালায়। এসময় আরজুসহ তিনজন‌কে এলোপাতাড়ি কু‌পি‌য়ে মারাত্মক জখম ক‌রে। প‌রে স্থানীয়রা তা‌দের কালুখালী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে দুজন‌কে ঢাকায় ও একজন‌কে ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর করেন।

ঘটনার পর থে‌কে হাট এলাকায় থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে।

বা‌লিয়াকা‌ন্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতা ও হাট ইজারা নি‌য়ে শিমুল গ্রুপ আরজু গ্রু‌পের ওপর দে‌শিয় অস্ত্র নি‌য়ে হামলা চা‌লি‌য়ে তিনজন‌কে কু‌পি‌য়ে মারাত্মক জখম ক‌রে‌ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অ‌ভি‌যোগ ক‌রেনি। কাউকে আটকও করা হয়নি। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের আট‌কের চেষ্টা অব্যাহত আছে।

রুবেলুর রহমান/এমএন/জিকেএস

Read Entire Article