রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ
রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে কলেজে উপস্থিত হলে তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামে তার বাড়ি। বাবার নাম মো. আলমগীর। আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন।
ছাত্রদল ও শিবির নেতারা জানান, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তার। তাকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।’
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ‘তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুরোনো একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।’

5 months ago
52









English (US) ·