রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

3 months ago 13

রাজশাহী নার্সিং কলেজ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন স্বাক্ষরিত নোটিশে বন্ধের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, ‘রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহীতে ১৩ মে ২০২৫ তারিখে ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) এবং বিএসসি বেসিক নার্সিং ছাত্রছাত্রীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহীর সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গেথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৪ মে ২০২৫ (বুধবার) দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল (হোস্টেল) ত্যাগের নির্দেশ দেওয়া হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তবে এ নির্দেশনায় শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। তারা বলেন, আমাদের ওপর হামলা হলো, আহত ও রক্তাক্ত হলাম। উল্টো আমাদেরকেই শাস্তি দিচ্ছে। আমাদেরকেই লেখাপড়া বাদ দিয়ে এখন হল ত্যাগ করতে বলছে। হল ত্যাগ না করলে শাস্তিও দেবে বলছে। হঠাৎ এই নির্দেশনায় দূরের ছাত্রীরা কোথায় যাবে এখন? কীভাবে বাসায় যাবে?'

রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন বলেন, 'আগামী ১৬ তারিখ থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়। আমি দুটা ট্যাকেল দিতে পারছি না। সেজন্য সমন্বয় করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।'

সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম

Read Entire Article