রাজশাহী সুগার মিলে ২৯ নভেম্বর থেকে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। সম্প্রতি মাড়াই মৌসুম উদ্বোধন সম্পর্কে আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মিলস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ছয় হাজার ৫০০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে চলতি বছর মিলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার টন। আর গত বছর আখ মাড়াই করা হয়েছে ৪২ হাজার ৯৬২ টন। চলতি বছর প্রায় সাত হাজার টন বেশি আখ মাড়াই করা হবে। এতে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার টন।
সূত্র আরও জানায়, এ বছর মিল জোন এলাকায় আখের চাষ বেড়েছে। সেই সঙ্গে কর্তৃপক্ষ প্রতিমণ আখের দাম বাড়িয়েছে ২০ টাকা। গত বছর প্রতিমণ আখ কেনা হয়েছিল ২২০ টাকা দরে। এ বছর ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা মণ দরে আখ কেনা হবে। এছাড়া রাজশাহী সুগার মিলে গত বছরের ৪৪৩ টন চিনি অবিকৃত অবস্থায় রয়েছে। চিনিগুলো সরকারিভাবে বিক্রি করা হয়।
এ বিষয়ে রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ নভেম্বর থেকে রাজশাহী সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আখের উৎপাদন বেড়েছে। আশা কর হচ্ছে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস