রাজশাহী জেলা প্রশাসন বাগান থেকে আনুষ্ঠানিকভাবে আমপাড়া ও বাজারজাতের জন্য ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে। তবে তা মানছে না অসাধু ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারির পরও বিভিন্ন উপজেলায় আমপাড়ার খবর পাওয়া যাচ্ছে।
তবে জেলার কোনো বাগানেই এখনো আম পাকেনি। পাকার আগে আমপাড়ার অনুমতি না পেলেও অনেক অসাধু ব্যবসায়ী বেশি দামে আচার কোম্পানির কাছে গোপনে অপরিপক্ব আম বাজারজাত করছে। জেলার... বিস্তারিত