রাজশাহীতে আমবাগান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

3 months ago 14

রাজশাহীর বাঘায় আমবাগান থেকে সাদেক হোসেন (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আরিফপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাদেক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ ছেলে। তিনি গরু ও ছাগল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাদেক হোসেন গরু ও ছাগল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তার দুজন স্ত্রী রয়েছে। প্রথম পক্ষের স্ত্রী আরিফপুর গ্রামের আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী। তার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে প্রথম স্ত্রী বাবার বাড়িতে থাকেন। অপরদিকে সাদেক আলী তার দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে চন্ডিপুর গ্রামে ঘর জামাই থাকেন। ফলে সাদেক হোসেনের আরিফপুর গ্রামের নিজ বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ব্যবসার ও জমি ফসল দেখার জন্য এই গ্রামের মোড়ে প্রায় আসতেন তিনি। মঙ্গলবার রাতে পুলিশ তার পরিত্যক্ত বাড়ির ৫০ মিটার পশ্চিমে মকবুলের আম বাগান থেকে সাদেক আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে জানায় পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, মরদেহ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/এমএন/এমএস

Read Entire Article