রাজশাহীতে ইউনিস্যাবের ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’

5 months ago 92

পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগ আয়োজন করে চারধাপের ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ কর্মসূচি।

কর্মসূচির প্রথম ধাপে শনিবার (২৪ মে) সকালে চন্দ্রকলি ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহী শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৫০০টিরও বেশি বৃক্ষরোপণ করা হয়। এর মাধ্যমে শুরু হয় ‘প্রজেক্ট ট্রি প্ল্যানটেশন অ্যান্ড গ্রিনারি ইনিশিয়েটিভ’। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইউনিস্যাব সদস্যরা সাফল্যের সঙ্গে এ কার্যক্রম সম্পন্ন করেন।

একইদিন বিকেলে অনুষ্ঠিত হয় ‘প্রজেক্ট এনভায়রনমেন্ট ক্লিনিং ক্যাম্পেইন’র আওতায় শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ। এতে নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

পরদিন রোববার সকালে ‘প্রজেক্ট ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং অ্যান্ড অ্যাওয়ারনেস’-এর অংশ হিসেবে বিনোদপুর মিশনারি স্কুলে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়। বিকেলে সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির সহায়তায় ডিঙাডোবা সাঁওতাল পাড়ার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যপণ্য বিতরণ করা হয়, যা ছিল ‘প্রজেক্ট ফ্রি হেলদি প্রডাক্টস ডিস্ট্রিবিউশন’র অংশ।

এরপর সোমবার (২৬ মে) কর্মসূচির শেষ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী ও কর্মচারীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তাদের রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

এরপর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি সেমিনার রুমে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, সিসিডিসি পরিচালক ড. মো. নুরুল মোমেন, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল আনিস প্রমুখ।

jagonews24.com

প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্ৰোআপের পক্ষ থেকে আতিক তন্ময় ও রুকসানা পারভিন, চন্দ্রকলি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখাওয়াত উল্লাহ, সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির উপদেষ্টা পলাশ কুমার মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের সভাপতি আব্দুল্লাহ আল নাহিদ ও সম্পাদক একরামুল হক নিলয়।

‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের একটি পরিবেশবান্ধব ও সামাজিক সচেতনতামূলক পদক্ষেপ। এটি রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, মানবিক ও পরিবেশ সচেতন নগর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মনির হোসেন মাহিন/কেএসআর

Read Entire Article