রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

2 months ago 6
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। বুধবার (২৫ জুন) হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন কবির হোসেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের আইসিইউ নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ পাঁচ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। এ ছাড়া ২৭ বছর বয়সী একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুতে মারা যাওয়া কবির এলাকায় কৃষি কাজ করতেন। জ্বরে আক্রান্ত হওয়ার আগে তার অন্য কোনো জেলায় যাওয়ার রেকর্ড নেই। এলাকাতেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। আর চিকিৎসা নিয়ে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’
Read Entire Article