রাজশাহীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে সুমন বাবু (১৪) নামের ওই কিশোরকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সুমন বাবু নওগাঁর নিয়ামতপুর উপজেলার কুমরইল গ্রামের বেলাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, অপহরণের শিকার ছাত্রী ৮ম শ্রেণিতে পড়াশোনা করছেন। তাকে অভিযুক্ত সুমন বাবু প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিতেন। গত ১৪ মে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হলে রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে পৌঁছালে অভিযুক্ত কিশোর তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রাজপাড়া থানায় কিশোরীর মা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা করেন।
এর প্রেক্ষিতে অপহরণকারীকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র্যাব-৫ এর একটি দল মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সুমনকে গ্রেফতার করে। এসময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অপহরণকারী ও ভুক্তভোগী কিশোরীকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাখাওয়াত হোসেন/কেএইচকে/এএসএম