রাজশাহীতে ২০০ ঘুঘু উদ্ধার, দোকানির জরিমানা

1 month ago 9

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ২০০টি ঘুঘু উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ আগস্ট) বিকেলে বাঘা পৌর বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

এ বিষয়ে শাম্মী আক্তার বলেন, উদ্ধার ঘুঘু মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। পরে বাজার মনিটরিংকালে মূল্যে তালিকা না প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে সিরাজ পোল্ট্রি ফার্মে ও নয়ন পোল্ট্রি ফার্মের দুটি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাজশাহীতে ২০০ ঘুঘু উদ্ধার, দোকানির জরিমানা

তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে আজাদের দোকানে অভিযান চালিয়ে তাকে না পাওয়ায় ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। বন্যপ্রাণী বিক্রির মত ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

Read Entire Article