রাজশাহীর সড়কে ঝড়ল স্কুলছাত্রের প্রাণ

3 hours ago 6

রাজশাহীর পবায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার কাটাখালী পৌরসভার মাসকাটাদিঘী কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম সাদিক হোসেন (১৭)। সাদিক রাজশাহী নগরীর মতিহার থানার বুধপাড়ার গোলাম ছাকলায়েনের ছেলে। তিনি মাসকাটাদিঘী বহুমুখী (কারিগরি) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

কাটাখালী থানার ওসি আব্দুল মতিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে কাটাখালী-হরিয়ান সড়কের মাসকাটাদিঘী কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ছেলের মুখের একটা অংশ ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায় হেলমেট না থাকায় গুরুতর জখম হয়েছিল।

তবে সঠিক কোনো গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায় নি, আশপাশে কোনো সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শী ছিল না। 

নিহতের বাবার দাবির পরিপ্রেক্ষিতে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। ঘাতক পরিবহন ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Read Entire Article