রাজশাহীর ১ লাখ ৩৫ হাজার শিশু পাবে টাইফয়েডের টিকা

1 day ago 9

রাজশাহী নগরে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৮টি ও কমিউনিটিতে ২৪০টি কেন্দ্র স্থাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে বিনা মূল্যে একটি করে ডোজ দেওয়া হবে। এ টিকা পেতে জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা নির্ধারিত বয়সী সব শিশু যেন টিকা পায়, সে জন্য পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে হবে। নির্দিষ্ট দিনে শিশুদের টিকাদান কেন্দ্রে আনার আহ্বানও জানানো হয়।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. সানাউল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান ও ইউনিসেফের জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ডা. রেজাউর রহমান মিল্টনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

Read Entire Article