উড়ে এসে জুড়ে বসার মতো ব্যাপার! ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে টেস্ট খেলতে নেমেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। পাঁচ দিনের ম্যাচ দুদিন আগে শেষ হওয়ায় পিএসএলের ফাইনাল খেলার ডাক পান তিনি। কিন্তু ডাক পেলেই তো হবে না, সাড়ে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তাকে মাঠে নামতে হবে। কঠিন এই যাত্রা করে পাকিস্তানের লাহোরে নেমে রাজা শুধু ম্যাচই খেললেন না, লাহোর কালান্দার্সকে শিরোপা... বিস্তারিত