রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ সফরের গুরুত্বপূর্ণ ইভেন্ট: শফিকুল আলম

3 months ago 7

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি একটি প্রাইভেট সাক্ষাৎ ছিল। সাক্ষাতে শুধু তারা দুজনেই ছিলেন।

বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আধা ঘণ্টাব্যাপী একান্তে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

শফিকুল আলম জানান, বাংলাদেশের যে একটা অবস্থার পরিবর্তন (ট্রানজিশন) হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা রাজা চার্লসকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি কি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রাজা চার্লস যেহেতু অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের পরিচিত, তাই তাদের মধ্যে পুরোনো দিনের নানা স্মৃতি নিয়ে কথাবার্তা হয়েছে। রাজা চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাতটি যুক্তরাজ্য সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল।

এমইউ/এমএএইচ/জেআইএম

Read Entire Article