রাণীশংকৈলে পৌর জামায়াত সেক্রেটারির বাবার জানাজা সম্পন্ন

16 hours ago 6

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোকাররম হোসেনের বাবা প্রবীণ ব্যক্তি, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাখলুকার রহমানের (১০৩) জানাজা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মরহুমের জানাজা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজা নামাজ পড়ান তার ছোট ছেলে মোকাররম হোসেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

জানাজা নামাজে উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আলেম, হাজি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

মরহুম জীবদ্দশায় একজন সৎ ও ধার্মিক, সফল পিতা এবং সমাজসেবক হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়। 

Read Entire Article