রাণীশংকৈলে বিএনপি নেতা আইনুল হকের জানাজা সম্পন্ন 

2 months ago 5

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনুল হক মাস্টার (৮১) মৃত্যুবরণ করেছেন। 

বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরে চেকআপ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

এদিন রাত পৌনে ১০টায় তার জানাজা নামাজ রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। ঠাকুরগাঁও জেলার বিএনপি ও তার সহযোগী সংগঠন সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

প্রয়াত বিএনপি নেতা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জানাজা শেষে তাকে পৌর শহরের পাঁচপীর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা ও জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। 

Read Entire Article