রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে

3 hours ago 5

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে। আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ এনসিপি সরকার গঠন করবে, এনসিপির সঙ্গেই থাকবো।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেশন হলে দলটির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, কিছু বিষয়ে মিডিয়া ট্রায়াল চলছে। আমরা এখনই বলবো না যে কারা এগুলো করছে। উদ্দেশ্যপ্রণোদিত না, কীভাবে! আমরা স্বীকার করছি যে, আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে, অতীতেও চলেছিল। পদত্যাগের গুজবের বিষয়ে আমাকে রাতে অনেকে ফোন দিয়েছিল। আমি সবার সঙ্গে সকালে যোগাযোগ করি। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত রাতেই এটি কনফার্ম করেছেন।

আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নিবন্ধন পেতেই আমাদের ‍জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন

তিনি বলেন, বাংলাদেশে অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছেন। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, একটি নিউজ হলে সেটি সঙ্গে সঙ্গে যাচাই করবেন। যারা এই ধরনের অপসংবাদিকতা করে তাদের আহ্বান জানাবো আপনাদের বোধদয় হোক। সুস্থ সাংবাদিকতার পথে আমাদের যাত্রা করতে হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে একটি গণমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দলের পক্ষ থেকে জানানো হয় তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

এনএস/এএমএ/এএসএম

Read Entire Article