নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতে এক কৃষকের পুকুরে বিষপ্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক খোরশেদ আলম।
খোরশেদ আলম বলেন, আমার পুকুরে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে বিষপ্রয়োগ করা হয়। আমি রাতে কয়েকজন যুবককে আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। হয়তো তারা আমার পুকুরে বিষপ্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। আমি গরিব মানুষ। আমার প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরমেদ আলম বলেন, এ বিষয়ে খোরশেদ আলমের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।